Bidhannagar

দায়িত্ব কার, সীমানা-জটে মার খাচ্ছে পরিষেবা

সম্প্রতি নিউ টাউনে বাসিন্দাদের সঙ্গে ভিডিয়ো-বৈঠক করেন এনকেডিএ-র কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০৬:১৭
Share:

ফাইল চিত্র

দায়িত্ব কার, এই ধোঁয়াশার জেরে খালপাড় সাফাই, জঞ্জাল অপসারণ থেকে শুরু করে মশা নিয়ন্ত্রণের কাজ ঠিকমতো হচ্ছে না সীমানা এলাকায়। বিধাননগর পুরসভা না এনকেডিএ (নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি), কারা সেই কাজ করবে ধন্দ তা নিয়েই।

Advertisement

সম্প্রতি নিউ টাউনে বাসিন্দাদের সঙ্গে ভিডিয়ো-বৈঠক করেন এনকেডিএ-র কর্তারা। সেই বৈঠকে সীমানা এলাকার পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে। এনকেডিএ সূত্রের খবর, এ বিষয়ে বিধাননগর পুরসভার সঙ্গে দ্রুত বৈঠক করবেন কর্তারা।

বাসিন্দাদের অভিযোগ, ভিআইপি রোড থেকে শুরু করে কেষ্টপুর লোহার পুল ও মহিষবাথানের দুই প্রশাসনিক এলাকার সীমানায় যে খালপাড় রয়েছে, সেখানে আবর্জনা অপসারণ নিয়মিত হয় না। একই সমস্যা মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এনকেডিএ না পুরসভা, কারা তা করবে, স্পষ্ট নয়। কেউ কেউ আবার খালে জলের প্রবাহ কমে আসা এবং তার জেরে মশার উপদ্রবের কথাও জানিয়েছেন।

Advertisement

অতীতে ওই এলাকায় বহু মানুষ বিভিন্ন ধরনের মশাবাহী রোগে আক্রান্তও হয়েছেন। ফলে ওই এলাকায় সাফাইয়ের কাজ ঠিক মতো হওয়া জরুরি বলেই দাবি স্থানীয়দের।

এনকেডিএ-র এক কর্তা জানান, দুই প্রশাসনিক দফতরের সীমানা এলাকায় পরিষেবা নিয়ে বাসিন্দারা কিছু সমস্যার কথা জানিয়েছেন। বিধাননগর পুরসভার সঙ্গে দ্রুত বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবাশিস জানার কথায়, ‘‘কোন এলাকায় কারা পরিষেবা দেবে, তা নির্দিষ্ট করা রয়েছে। সেই অনুসারে প্রশাসন কাজ করছে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement