Kolkata Weather Today

এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা! নিম্নচাপের মেঘ কাটতেই ইনিংস শুরু উত্তুরে হাওয়ার

কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ কেটে গিয়েছে। উত্তুরে হাওয়া আবার ঢুকতে শুরু করেছে বাংলায়। সোমবার বেশ খানিকটা কমল তাপমাত্রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ০৯:২০
Share:

উত্তুরে হাওয়া আবার ঢুকতে শুরু করেছে বাংলায়। ফাইল ছবি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ কেটে গিয়েছে। উত্তুরে হাওয়া আবার ঢুকতে শুরু করেছে বাংলায়। ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নামল কলকাতায়।

Advertisement

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। রবিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

একই সঙ্গে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Advertisement

আলিপুরের আবহবিদদের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন রাতের দিকে শহর এবং শহরতলির তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। দিনের তাপমাত্রাও থাকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্দৌসের জেরে দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর মাঝেই দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার দিকেও নজর রাখছে আলিপুর।

আবহবিদরা মনে করছেন, নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের চেনা ছবি দেখা যাবে। জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর খুব বেশি দেরি নেই। নতুন বছরে কনকনে শীতের আমেজ অনুভূত হবে, আশাবাদী হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement