ফাইল চিত্র।
সন্ধে নামার আগেই বৃষ্টি নামতে পারে শহরে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতিতে শহরবাসীকে আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বৃষ্টির কারণে শহরে যানজট হতে পারে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা যেন বৃষ্টির সময় নিরাপদ এলাকায় থাকেন।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও আরও দিন-দু’য়েক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতে শুক্রবার সন্ধেয় কলকাতা এবং দুই ২৪ পরগনা ভিজবে বলে আগাম ঘোষণা করেছে আলিপুরের হাওয়া অফিস। মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আলিপুর জানিয়েছে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার দুপুরের বিবৃতিতে তারা বিশেষ করে শহরে যানজটের ব্যাপারে সতর্ক করেছে। যা থেকে অনুমান ভারী বৃষ্টিতে শহরের রাস্তায় জল জমতে পারে।