— ফাইল ছবি
বৃহস্পতিবার সারাদিনই আকাশের মুখ থাকবে গোমড়া। সন্ধে নাগাদ শহরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের তুলনায় বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আবহবিদরা বলছেন, পূবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতের জেরেই বঙ্গে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির ভাব কাটলে ফের কিছু দিনের জন্য তাপমাত্রা নামতে পারে। ফলে এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না বলেই মনে করা হচ্ছে।