CPM

Rajdeo Gowala passed away: প্রয়াত প্রবীণ বামনেতা রাজদেও গোয়ালা

দাপুটে বাম নেতা হিসাবে পরিচিত রাজদেও গোয়ালা সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১১:০২
Share:

ফাইল ছবি

প্রবীণ সিপিএম নেতা রাজদেও গোয়ালা প্রয়াত। বেশ কয়েক দিন ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত দু’টো নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

Advertisement

দাপুটে বাম নেতা হিসাবে পরিচিত রাজদেও সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। তিন বার বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা হিসাবে অসংগঠিত শ্রমিকদের জন্য নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে গিয়েছেন। স্ত্রী, পুত্র এবং কন্যাকে রেখে গেলেন তিনি।

প্রবীণ এই বাম নেতার মরদেহ সিপিএমের ট্রেড ইউনিয়ন দফতর, কলকাতা জেলা কার্যালয় এবং সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে। নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement