Road Accident

লরি-গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের, গুরুতর আহত ৩

সোমবার রাতে লরি এবং প্রাইভেট গাড়ির মুখোমুখি ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৯
Share:

প্রতীকী ছবি।

গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। গুরুতর জখম অবস্থায় ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে লরি এবং প্রাইভেট গাড়ির মুখোমুখি ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়। আহতরা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ ধোবিয়াতলায় ওই প্রাইভেট গাড়িটি আচমকাই উল্টো লেনে চলে আসে। তখনই দ্রুত গতিতে আসা লরির মুখোমুখি হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন ৫ যুবক। প্রত্যেকেই মেটিয়াবুরুজের বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয় গিরি এবং অভিযেক গুপ্তা নামে ২ যুবকের। এ ছাড়াও আহত হয়েছেন রুদ্রপ্রতাপ সিংহ, রবি রাম, সুমিত সাউ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসেছিলেন অজয় ও অভিষেক। মুখোমুখি সংঘর্ষে তাঁরা গুরুতর জখম হন। চোট পান মাথায়। প্রত্যেককেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই লরির চালককে আটক করেছে পুলিশ। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement