কলকাতা মেট্রোয় নিজেদের শেষ করার চেষ্টা করলেন এক জন পুরুষ এবং এক জন মহিলা। — প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার কলকাতা মেট্রোতে এক সঙ্গে আত্মহত্যার চেষ্টা দুই ব্যক্তির। নোয়াপাড়ার পরে এ বার মহাত্মা গান্ধী (এমজি) রোড স্টেশনে।
মেট্রোরেল সূত্রে খবর, মঙ্গলবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক জন পুরুষ এবং এক মহিলা। দুপুর ২টো ২৭ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ওই দু’জন দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কর্তব্যরত মেট্রোকর্মী এবং আরপিএফ সদস্যদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তাঁরা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত মেট্রোর লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ-ময়দান এবং দক্ষিণেশ্বর-দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। প্রসঙ্গত, কয়েক মাস আগে নোয়াপাড়া স্টেশনে মেট্রো লাইনে ঝাঁপ মেরে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই যুবক।