প্রতীকী ছবি।
আয়ারল্যান্ড এবং ব্রিটেন থেকে কলকাতায় আসা দুই যাত্রী করোনা আক্রান্ত। তাঁরা ওমিক্রন রূপে আক্রান্ত কি না তা জানতে মঙ্গলবার জিন পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
গত ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড থেকে আসা এক মহিলার ফলো-আপ চিকিৎসার সময় জানা যায় তিনি কোভিড আক্রান্ত। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য জন ব্রিটেন থেকে এসেছেন। তিনিও কোভিড আক্রান্ত। বর্তমানে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।
ওই একই দিনে ওমিক্রনে আক্রান্ত হয়ে দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন কলকাতার এক বাসিন্দা। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি তাঁর স্ত্রী এবং মেয়ে-সহ কলকাতার বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।
এর আগে রবিবার সুইডেন ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ে। দু’জনের নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।