Hostel

খাবার পছন্দ হয়নি! বেহালার হস্টেল ছেড়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা দুই কিশোরীর

সূত্রের খবর, বৃহস্পতিবার হস্টেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল তারা। ব্রেসব্রিজের কাছে তাদের উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে এক জন পুলিশের হেল্পলাইন ১০০-তে ফোন করে জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৯:৫৮
Share:

— প্রতীকী চিত্র।

হস্টেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল দুই কিশোরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবার পছন্দ না হওয়ায় হস্টেল থেকে বেরিয়ে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করে তারাতলা পুলিশ। কলকাতার পর্ণশ্রীর একটি আবাসিক স্কুলে পড়াশোনা করে তারা।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার হস্টেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি বাসন্তীতে। ব্রেসব্রিজের কাছে তাদের উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে এক জন পুলিশের হেল্পলাইন ১০০-তে ফোন করে জানান। খবর পেয়ে তারাতলা পুলিশ তাদের উদ্ধার করে। তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, হস্টেলের খাবার পছন্দ না হওয়ায় এই পদক্ষেপ করেছিল তারা। এর পরেই আবাসিক স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement