চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ওই ব্যাঙ্ককর্মীর দাদাও। —নিজস্ব চিত্র।
পার্ক স্ট্রিটের একটি ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার বেশি মূল্যের সোনা এবং হিরে গয়না উধাওয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ ওই ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করে। শুধু তিনি একা নন, এই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ওই ব্যাঙ্ককর্মীর দাদাও।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকার ওই ব্যাঙ্কের লকারের দায়িত্বে ছিলেন ধৃত ব্যাঙ্ককর্মী মৌমিতা শী। গত বছর ১৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট থানায় এক মহিলা অভিযোগ করেন, ব্যাঙ্কের লকারে রাখা তাঁর সোনা এবং হিরের গয়না চুরি গিয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সন্দেহ পড়ে মৌমিতার উপর।
অভিযোগকারিণী দাবি ছিল, মৌমিতাই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। —নিজস্ব চিত্র।
মৌমিতা কসবার বাসিন্দা। অভিযোগকারিণী দাবি ছিল, মৌমিতাই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। তদন্তে নেমে পুলিশ মৌমিতা এবং তাঁর দাদা মিঠুন শী-র গতিবিধির উপর নজর রেখেছিল। সন্দেহ হওয়ায় কসবার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তল্লাশি অভিযান শেষে ওই বাড়ি থেকে ২৯ লক্ষ ৭২ হাজার নগদ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ লেকটাউনের একটি ফ্ল্যাটের কথাও জানতে পারে। সেখান থেকেও কয়েক লক্ষ নগদ পেয়েছেন তদন্তকারীরা। এ ছাড়াও, ২৭ লক্ষ টাকা দামের একটি গাড়ি, ব্যাঙ্কের নথি, ব্যবসার নথি এবং একাধিক মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
তদন্তকারীদের অনুমান, চুরি যাওয়া সোনা-হিরে গহনা বিক্রি করেই গাড়ি, মোবাইল কিনেছিলেন অভিযুক্তেরা।