বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। —প্রতীকী চিত্র।
বাগুইআটিতে প্রোমোটারকে মারধরের ঘটনায় অমিত চক্রবর্তী ওরফে ননী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে অমিতকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু এখনও অধরা। পুলিশ সূত্রের খবর, ধৃত ননী সমরেশের ঘনিষ্ঠ। তিনি প্রোমোটারকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত বলেই দাবি পুলিশের।
গত ১৫ ডিসেম্বর বাগুইআটির রঘুনাথপুরে কিশোর হালদার নামে এক প্রোমোটারকে মারধর করে রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কিশোর অভিযোগ করেন, সমরেশ একটি নির্মাণের কাজের জন্য তাঁর থেকে ৫০ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। পুলিশ ঘটনার দিনে দু’জনকে গ্রেফতার করেছিল। তদন্তকারীরা জানান, ভিডিয়ো ফুটেজে ননীকে দেখা গিয়েছে কিশোরকে মারধর করতে। তাকে জিজ্ঞাসাবাদ করে সমরেশের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।