প্রতারণার অভিযোগে গ্রেফতার তরুণ ও তরুণী

পুলিশ জানায়, ধৃতদের থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, এটিএম কার্ড, পাসবুক, একটি ল্যাপটপ, নগদ ২৪ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। ধৃতেরা ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করত বলেই দাবি পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
Share:

প্রতীকী ছবি।

প্রতারণা চক্রে জড়িত সন্দেহে নিউ টাউন থানার গৌরাঙ্গনগর এলাকা থেকে ভিন্ রাজ্যের এক তরুণ ও এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতেরা হল মহম্মদ সাহিদ (৩৪), এবং সুবেদা খাতুন (২২)। রবিবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, ধৃতদের থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, এটিএম কার্ড, পাসবুক, একটি ল্যাপটপ, নগদ ২৪ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। ধৃতেরা ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করত বলেই দাবি পুলিশের। তদন্তকারীদের দাবি, ধৃতেরা ফোনে লোকজনকে মোবাইল টাওয়ার বসানোর লোভ দেখাত। লোক ঠকাতে তারা বিভিন্ন ভুয়ো শংসাপত্র তৈরি করত। কিন্তু ওই ধরনের কাজের জন্য ধৃতেরা কোনও রকমের বৈধ নথি দেখাতে পারেনি বলেই দাবি পুলিশের। গৌরাঙ্গনগরের ওই বাড়িতে তারা বন্ধু হিসেবে ভাড়া থাকত। তাদের বাড়িতে আরও অনেকেই যাতায়াত করত বলেই খবর পায় পুলিশ।

অতীতে বিহার-ঝাড়খণ্ড থেকে প্রতারণা চক্রের এমন পান্ডাদের ধরেছে পুলিশ, যারা সেখানে বসে বসে নিউ টাউন কিংবা কলকাতা শহরের লোকজনকে ঠকাত। ধৃত তরুণ-তরুণীও তেমনই কোনও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলেই মনে করছে পুলিশ। তারাও বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্তত ১৪-১৫ জন ওই চক্রে সক্রিয় রয়েছে বলেও তদন্তকারীদের অনুমান। পুলিশের ধারণা, কোনও ঘটনা ঘটলে ঝাড়খণ্ড কিংবা বিহারের দিকে পুলিশের নজর যাবে, অথচ নিউ টাউনে বসেই কাজ হাসিল করা যাবে এমনই উদ্দেশ্য ছিল ধৃতদের।

Advertisement

সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement