হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে। —ফাইল চিত্র।
হাওড়া স্টেশনের অদূরে বেনারস সেতু সংস্কারের কাজ শুরু করেছে পূর্ব রেল। যার জেরে বহু ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে। প্রায় প্রতি দিনই সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। রেলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিচ্ছেন যাত্রীদের একাংশ। তাদের অভিযোগ, টানা ৪২ দিন অনেক লোকাল বাতিল করেছে রেল। যাত্রীদের কথা ভাবছে না! সেই ক্ষোভের মুখেই নতুন ঘোষণা করল পূর্ব রেল। তারা জানিয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে।
রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে বেনারস সেতু সংস্কারের কাজের জন্য ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লক নিয়ে কাজ শুরু হয়েছে। যার জন্য ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। প্রায় দু’মাস আপ মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের কারণে যাত্রী হয়রানি আশঙ্কা করে চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ২৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকেই সেই ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।
কখন ছাড়বে স্পেশ্যাল ট্রেনগুলি? পূর্ব রেল জানিয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫টা ৪৭ মিনিটে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৮টাতে। অন্য দিকে, ব্যান্ডেল থেকে হাওড়া আসার স্পেশ্যাল ট্রেনগুলো ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, ৮টা ২৮ মিনিট এবং ৮টা ৫২ মিনিটে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ছাড়া পূর্ব ঘোষিত সূচি মেনেই আগামী কয়েক দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল করবে।
রেল আগেই জানিয়েছে, উড়ালপুল তৈরির কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে আপ এবং ডাউন মিলিয়ে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল, এক জোড়া শ্রীরামপুর লোকাল। এ ছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেহরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ৫০ মিনিট পরে, দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৫০ মিনিট পরে, মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এক ঘণ্টা পরে, দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক ঘণ্টা পরে, মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৫ মিনিট পরে, আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার ১০ মিনিট পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। ওই ছ’দিন ১০ মিনিট পরে ছাড়বে রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এবং ৩০ মিনিট পরে ছাড়বে গয়া-হাওড়া এক্সপ্রেস।