ফাইল চিত্র।
লোকাল ট্রেন চালু হওয়ার ঘোষণার পরে এ বার মেট্রোতেও ট্রেনের সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী বুধবার থেকে দিনে আরও ৩৮টি ট্রেন বেশি চলবে। তবে পরিষেবার সময়সীমা এখনই বাড়ছে না।
মেট্রো সূত্রের খবর, করোনা আবহে যাত্রীদের ই-পাস বুক করার প্রবণতা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্ করোনা পরিস্থিতির তুলনায় বর্তমানে মেট্রোয় যাতায়াতের ধরন বদলেছে। খুব সকালে বা বেশি রাতের মেট্রোয় যাত্রী সংখ্যা কম থাকছে। আগে মেট্রোর দুই প্রান্তিক স্টেশন— দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৬টা ৫০ মিনিটে। আর শেষ মেট্রো ছাড়ত কবি সুভাষ থেকে রাত ৯টা ৪৫ মিনিট এবং দমদম থেকে রাত ৯টা ৫৫ মিনিটে।
কিন্তু এখন সকাল ৮টায় পরিষেবা শুরু হয়ে শেষ মেট্রো প্রান্তিক স্টেশন ছাড়ছে রাত ৯টায়। তবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে মেট্রোয় যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে। তাই ওই সময়ে ৭ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। কিন্তু অন্তিম মেট্রোর সময় পিছনো হচ্ছে না। লোকাল ট্রেন চললে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ।
আরও পডুন: গলা ব্যথা নিয়ে মৃত্যুর ঘটনায় কমিশনে অভিযোগ
আরও পডুন: লরির ধাক্কার ঘটনায় মৃত আরও এক জন
দুর্গাপুজোর সময়ে যাত্রী কম হলেও লক্ষ্মীপুজোর পর থেকে ফের যাত্রী-সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে প্রায় ২৫ শতাংশ যাত্রী ব্যস্ত সময়ে ই-পাস বুক করতে চেয়েও সুযোগ পাননি। ট্রেন চালু হলে সেই চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে মেট্রোর ই-পাস ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্ণধার সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, ‘‘ই-পাসের চাহিদা এবং ভিড়ের প্রবণতা খতিয়ে দেখেই কর্তৃপক্ষ মেট্রোর সংখ্যা এবং সময় নির্ধারণ করেছেন।’’