প্রতীকী ছবি।
আমপানের পরে পাড়ার গলিতে ছোট্ট, লিকলিকে ছানাটিকে দেখে মায়া হয়েছিল ভবানীপুরের বাসিন্দা অভ্র আইচের। সেই বেড়ালছানা নিয়ে বাড়ি চলে এসেছিলেন তিনি। নাম রেখেছিলেন পিলপিলে।
সে হারিয়ে গিয়েছে দিন চারেক হল। আদরের পিলপিলেকে খুঁজে পেতে পাড়ার দেওয়ালে পোস্টার সাঁটিয়েছেন অভ্র ও তাঁর স্ত্রী পরমা। বেড়ালের ছবি দিয়ে লেখা হয়েছে, কেউ খুঁজে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কার মিলবে।
অভ্র বলেন, “ঝড়ে ছানাটি হয়তো মাকে হারিয়ে ফেলেছিল। এতই রুগ্ণ ছিল যে, যত্ন না-নিলে মরেই যেত। তাই বাড়ি নিয়ে এসেছিলাম।” তখন থেকেই অভ্রের বাড়িতে যত্নে বড় হয়েছে পিলপিলে। পোষ্যের শোকে কাতর অভ্রের দাবি, পিলপিলে অন্য বেড়ালদের মতো পাড়ায় ঘুরে বেড়াত না। বাড়ি থেকে কমই বেরোত। কখনও চুরি করে খাবার খায়নি সে। বাড়িতে একটু বেশিই আদরযত্ন পেত।
পাড়ার জনা কয়েক বাসিন্দা জানালেন, পিলপিলে তাঁদেরও আদরের। অভ্রর আক্ষেপ, “সম্প্রতি আমার বাড়িতে আরও দুটো বেড়াল যাতায়াত শুরু করেছিল। তাদেরও খাবার দিতাম। আদর করতাম। ওর অধিকারে অন্য বেড়ালদের ভাগ বসাতে দেখে অভিমানে পিলপিলে চলে গেল না তো?”
যে দিন পিলপিলে নিখোঁজ হয়, সে দিনই পাড়ার প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ করেন অভ্র। এর পরেই পোস্টার ছাপিয়ে পুরস্কার ঘোষণা করেছেন আইচ দম্পতি। পাড়ায় তো নেই সে। বেপাড়ায় চলে গিয়ে থাকলেও কারও নজরে পড়লে যদি তিনি খবর দেন, এখন সেই প্রতীক্ষায় তাঁরা।