ফাইল ছবি
শুকনো কাশি হচ্ছে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। এই সমস্যা আগে ছিল না, বৃহস্পতিবার থেকে নতুন করে এই উপসর্গ দেখা দিয়েছে। বাড়ানো হয়েছে তাঁকে দেওয়া অক্সিজেনের মাত্রাও। বুধবার পর্যন্ত মিনিটে ৩ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল, বৃহস্পতিবার থেকে তা বাড়িয়ে ৪ লিটার করা হয়েছে।
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গত ২৫ মে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর শ্বাসকষ্ট ছিল। করোনায় আক্রান্ত বুদ্ধদেবকে দেওয়া হয় অক্সিজেনও। প্রথম দিন থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বৃহস্পতিবারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিমাণ মতো খাবার খাচ্ছেন বুদ্ধবাবু। রক্তচাপ ঠিক আছে, স্বাভাবিক ভাবে কথা বলছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত বুদ্ধবাবুর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন, দরকার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।