Arrest

ধৃত মোটরবাইক চুরি চক্রের তিন দুষ্কৃতী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সোনারপুর থানার রাজপুর এলাকা থেকে এক ব্যক্তির মোটরবাইক চুরি হয়ে যায়। সেই চুরির তদন্তে নামে সোনারপুর থানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:৫৩
Share:

প্রতীকী ছবি

আন্তর্জাতিক মোটরসাইকেল পাচার চক্রের তিন পাণ্ডাকে সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম মইদুল লস্কর, মইদুল সর্দার ও আনারুল লস্কর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সোনারপুর থানার রাজপুর এলাকা থেকে এক ব্যক্তির মোটরবাইক চুরি হয়ে যায়। সেই চুরির তদন্তে নামে সোনারপুর থানা। পরে তদন্তকারীরা জানতে পারেন, ওই চুরির ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও জীবনতলা থানা এলাকার কয়েক জন দাগি মোটরসাইকেল চোর জড়িত। এর পরেই বাসন্তী থানার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে বাসন্তী থানা ও সোনারপুর থানার আধিকারিকেরা যৌথ অভিযান চালিয়ে বাসন্তী সেতুর কাছ থেকে ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেন। আনারুল জীবনতলা থানা এলাকার বাসিন্দা। বাকি দু’জন বাসন্তী থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। রাজপুর থেকে চুরি করা মোটরবাইকটি গোসাবা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে ২০ হাজার টাকায় বিক্রি করেছিল দুষ্কৃতীরা। সেটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বারুইপুর পুলিশ জেলার কর্তারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ওই তিন দুষ্কৃতী সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর ও ই এম বাইপাস সংলগ্ন কলকাতা পুলিশের কয়েকটি থানা এলাকায় মোটরবাইক চুরি করত। চোরাই বাইক তারা নদীপথে বাংলাদেশেও পাচার করত বলে জেরায় কবুল করেছে ধৃতেরা। আর কত মোটরবাইক তারা চুরি করেছে, তা জানার জন্য ওই তিন দুষ্কৃতীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement