Death

Death: পণের দাবিতে ‘নির্যাতন’, ঝুলন্ত দেহ মিলল তরুণীর

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে মাম্পির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৬:০১
Share:

প্রতীকী ছবি।

অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণী গৃহবধূর। তাঁর নাম মাম্পি শেখ (২০)। মৃতার দাদার অভিযোগ, পণের দাবিতে নির্যাতনের জেরেই তাঁর বোনের মৃত্যু হয়েছে। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ধৃত স্বামীর নাম সাজিদ আলি মোল্লা, শ্বশুরের নাম রজব আলি মোল্লা। তাদের আজ, রবিবার আলিপুর আদালতে তোলা হবে।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে মাম্পির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই মাম্পির দাদা ইমরান বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে পণের দাবিতে মৃত্যু ঘটানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেন। শনিবার দুপুরে সাজিদ আলি মোল্লা এবং রজব আলি মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। বছর দেড়েক আগে মাম্পি ও সাজিদের বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রের খবর।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। অভিযোগ, পণের দাবিতে মাম্পিকে চাপ দিচ্ছিল
শ্বশুরবাড়ির লোকেরা। যা নিয়ে মাম্পির সঙ্গে তাদের বচসা শুরু হয়। এর আগেও পণের দাবিতে মাম্পির উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে মাম্পির সঙ্গে গোলমাল চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে যায় সাজিদ। রাত সাড়ে ৯টা নাগাদ সে ফিরে এলে ফের গোলমাল শুরু হয়। তদন্তকারীরা জেনেছেন, ওই সময়ে মাম্পি নিজের ঘর থেকে বাকিদের বেরোতে বলেন। তারা বেরিয়ে গেলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন তিনি। বার বার ডাকা সত্ত্বেও মাম্পি দরজা না খোলায় পরিবারের লোকজন তা ভেঙে দেন। দরজা ভাঙতেই দেখা যায়, মাম্পি গলায় ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মাম্পির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। ময়না-তদন্তের ভিডিয়োগ্রাফি করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement