Dumdum Central Jail

কৃষি আইনের প্রতিবাদে দমদম জেলে অনশনে বসলেন বন্দিরা

বন্দিদের অভিযোগ, লকডাউন এবং করোনা অতিমারির সুযোগ নিয়ে সরকার এই আইন পাশ করিয়ে নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৩৩
Share:

প্রতীকী ছবি।

দিল্লির কৃষক আন্দোলনের আঁচ পড়ল এ রাজ্যেও। কৃষি আইন নিয়ে এ বার সরব হলেন রাজনৈতিক বন্দিরা। দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন করে রবিবার সকাল থেকেই অনশনে বসেছেন দমদম সেন্ট্রাল জেলের ১০ জন রাজনৈতিক বন্দি। সোমবার বহরমপুর জেলের বন্দিরাও এই আইনের বিরোধিতায় অনশন করবেন বলে জানা গিয়েছে।

Advertisement

বন্দিদের অভিযোগ, লকডাউন এবং করোনা অতিমারির সুযোগ নিয়ে সরকার এই আইন পাশ করিয়ে নিয়েছে। এটা সরকারের কারচুপি ছাড়া আর কিছু নয়। তাঁদের আরও অভিযোগ, কৃষি আইনের প্রতিবাদে দিল্লির হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বসে নিজেদের দাবি আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অথচ সরকার নিজেদের অবস্থান থেকে না সরে এসে, কৃষকদের প্রতি নরম মনোভাব না দেখিয়ে বিষয়টি আরও জটিল করে তুলতে চাইছে।

সরকার যে কৃষকদের স্বার্থে এই আইন তৈরি করেনি রবিবার সেই অভিযোগও তুলেছেন বন্দিরা। তাঁদের মতে, কর্পোরেটদের সঙ্গে হাত মিলিয়ে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর তরফে রঞ্জিত শূর বলেন, “কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করছি। এই আইন প্রত্যাহার করতে হবে। আমরা কৃষকদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সমর্থন করছি।”

কৃষ আইন নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সরকার বার বার এই আইন সংশোধনের প্রস্তাব দিলেও কৃষক সংগঠনগুলি দাবি করেছে, সংশোধন নয়, এই আইন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নিতে হবে। দফায় দফায় দু’পক্ষের বৈঠকের পরেও এখনও কোনও সামধানসূত্র বেরোয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement