State news

মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

মেট্রো সূত্রের খবর, প্রায় সঙ্গে সঙ্গেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১২:৫৪
Share:

উদ্ধারের পর ওই ব্যক্তির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। —নিজস্ব চিত্র।

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। এ বার রবীন্দ্র সরোবর স্টেশনে। শনিবার দুপুর ১২টা ৯ মিনিট নাগাদ মধ্যবয়স্ক এক ব্যক্তি দমদমগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

মেট্রো সূত্রের খবর, প্রায় সঙ্গে সঙ্গেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঝাঁপ দেওয়ার পর তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন কর্তৃপক্ষ। অনেকক্ষণ চেষ্টার পরও ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে মেট্রো জানিয়েছে।

এই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত ছিল। সে সময় নোয়াপাড়া থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলে।

Advertisement

মেট্রো সূত্রে খবর, ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার পর টানেলের কিছুটা ভিতরে ঢুকে গিয়েছিল রেকটি। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্যে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার কারণে কিছুটা সমস্যাও হচ্ছে। বেলা ১২টা ৫৮ মিনিট নাগাদ দু’পাশেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কেরলে বন্যায় মৃত ৪৮, মহারাষ্ট্রে ২৮, উদ্ধারে ওয়েইনাড়ে নামল নৌবাহিনীর চপার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement