Jadavpur University

মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুক্রে প্রেসিডেন্সিতে

ঠিক হয়েছিল বৃহস্পতিবার সাড়ে ৬টা নাগাদ ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ দেখানো হবে যাদবপুরে। সময় হতেই পড়ুয়াদের ভিড় জমতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ঢুকলে যে গাড়ি রাখার জায়গা রয়েছে, সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ২৩:১৩
Share:
বৃহস্পতিবার তথ্যচিত্র প্রদর্শিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বৃহস্পতিবার তথ্যচিত্র প্রদর্শিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজস্ব চিত্র।

বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ তথ্যচিত্রের লিঙ্ক সামাজমাধ্যম থেকে তুলে নিতে ইউটিউব এবং টুইটারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসে, বৃহস্পতিবার ওই তথ্যচিত্র প্রদর্শিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রায় ২০০ পড়ুয়া এই ‘বিতর্কিত’ ডকুমেন্টরি দেখেছেন। বৃহস্পতিবার বড় প্রজেক্টর এনে মোদীকে নিয়ে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়েছে। তবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) মতো জেইউ-তে এই প্রদর্শনী নিয়ে কোনও গন্ডগোল বা বিরোধিতা হয়নি। এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের আঞ্চলিক কমিটির সম্পাদক শুভঙ্কর মজুদার। শুক্রবার, ২৭ জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে বলে খবর।

Advertisement

ঠিক হয়েছিল বৃহস্পতিবার সাড়ে ৬টা নাগাদ ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ দেখানো হবে যাদবপুরে। সময় হতেই পড়ুয়াদের ভিড় জমতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ঢুকলে যে গাড়ি রাখার জায়গা রয়েছে, সেখানে। বেশ কিছু ক্ষণ তথ্যচিত্রটি চলার পর প্রজেক্টরে সমস্যা হওয়ায় ল্যাপটপ উঁচু করে ছবিটি দেখানো হয়। সেখানেই ভিড় করে ছবিটি দেখেন পড়ুয়ারা।

উল্লেখ্য, মোদীকে নিয়ে বিবিসির এই তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)। যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন। ২৭ জানুয়ারি, বিকেল ৪টের সময় মোদী এবং ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি তথ্যচিত্রটি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে বলে খবর। তার জন্য ব্যাডমিন্টন কোর্ট বুক করতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ইমেল পাঠানো হয়েছে বলে জানাচ্ছেন বাম ছাত্র নেতৃত্ব।

Advertisement

নিজস্ব চিত্র।

সম্প্রতি বিবিসির এই তথ্যচিত্র প্রদর্শন নিয়ে হাঙ্গামা বেঁধেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ছবি প্রদর্শন করতে গিয়ে এভিবিপি সদস্যদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ আনেন বাম নেতৃত্ব। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়, এমন কোনও ঘটনা ঘটেনি। এর পর মঙ্গলবার কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমেও তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং কংগ্রেসের পৃথক উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভ করে এবিভিপি এবং বিজেপি। সংঘর্ষের পরিস্থিতি হয়। তাতে বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিনারাই বিজয়নের পুলিশ।

প্রসঙ্গত, আইটি রুলস্ ২০২১ সালের জরুরি ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক নির্দেশ মোদীকে নিয়ে ডকুমেন্টরির লিঙ্ক তুলে নেওয়ার নির্দেশ জারি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement