Junior Doctors’ Hunger Strike

অনশনকারীদের স্বাস্থ্যের হাল দেখতে ধর্মতলায় চার চিকিৎসকের দল পাঠাল রাজ্য, চিঠি লালবাজারকেও

অনশনকারীদের স্বাস্থ্যের হাল দেখতে ধর্মতলায় ধর্নামঞ্চে চার জন চিকিৎসকের বিশেষ দল পাঠাল এসএসকেএম হাসপাতাল (পিজি)। বৃহস্পতিবার রাতে সেই দল অনশন মঞ্চে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ২১:১৫
Share:

ধর্মতলায় ধর্নামঞ্চে পিজির চিকিৎসকেরা। —নিজস্ব চিত্র।

অনশনকারীদের স্বাস্থ্যের হাল দেখতে ধর্মতলায় ধর্নামঞ্চে চার জন চিকিৎসকের বিশেষ দল পাঠাল এসএসকেএম হাসপাতাল (পিজি)। বৃহস্পতিবার রাতে সেই দল অনশন মঞ্চে আসে। সাত জন অনশনকারীরই স্বাস্থ্য পরীক্ষা করে তারা। চার সদস্যের দল গঠনের বিষয়টি লালবাজারকেও দেখানো হয়েছে।

Advertisement

যুগ্ম কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ওই দলে রয়েছেন এসএসকেএম হাসপাতালের জেনারেল মেডিসিনের চিকিৎসক নীলাদ্রি সরকার, নিউরো মেডিসিনের চিকিৎসক অতনু বিশ্বাস, জেনারেল সার্জারির ডিকে সরকার, কার্ডিয়োলজি বিভাগের গৌরাঙ্গ সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement