Russia

Russia-Ukrain War: ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়াদের ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাজ্যের

নবান্ন সূত্রে খবর, এক জন প্রবীণ আইএএস আধিকারিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন। তাঁর তত্ত্বাবধানে কাজ করবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ইউক্রেনে আটকে পড়া কোনও পড়ুয়া যদি সাহায্য চান কিংবা এখানে তাঁদের পরিবার যদি সহায়তা চায়, সে জন্য দু’টি হেল্পলাইন নম্বর রয়েছে। (০৩৩) ২২১৪৩৫২৬ এবং ১০৭০— এই দু’টি নম্বরে যোগাযোগ করা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৯
Share:

ফাইল ছবি।

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়া ও অন্যান্যদের ঘরে ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন খুলল রাজ্য সরকার। এক জন আইএএস আধিকারিক থাকবেন সেই কন্ট্রোল রুমের দায়িত্বে। প্রতিটি জেলার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই জেলা থেকে কত জন ইউক্রেনে আছেন তার বিস্তারিত বিবরণ ও তথ্য।

পড়াশোনার কারণে বিশেষত, ডাক্তারি পড়তে ইদানীং ইউক্রেনে পড়তে যাওয়ার চল তৈরি হয়েছে। বহু ছেলেমেয়ে দ্বাদশ শ্রেণির পর ইউক্রেনকেই গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। সেই ইউক্রেনেই এখন বারুদের গন্ধ। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এই অবস্থায় হাজার দুয়েক পড়ুয়া-সহ ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো গেলেও, এখনও সে দেশেই আটকে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক। সিংহ ভাগই পড়ুয়া। তাদের মধ্যে বহু পড়ুয়া ও ভারতীয় নাগরিকদের বাড়ি বাংলায়। বিভিন্ন নেটমাধ্যমে তাঁরা ইউক্রেন থেকে সাহায্যের আবেদন করছেন। এ বার পূর্ব ইউরোপের দেশে আটকে পড়াদের তালিকা তৈরি করে তাঁদের ঘরে ফেরাতে হেল্পলাইন খুলল রাজ্য সরকার।

Advertisement

নবান্ন সূত্রে খবর, এক জন প্রবীণ আইএএস আধিকারিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন। তাঁর তত্ত্বাবধানে কাজ করবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ইউক্রেনে আটকে পড়া কোনও পড়ুয়া যদি সাহায্য চান কিংবা এখানে তাঁদের পরিবার যদি সহায়তা চায়, সে জন্য দু’টি হেল্পলাইন নম্বর রয়েছে। (০৩৩) ২২১৪৩৫২৬ এবং ১০৭০— এই দু’টি নম্বরে যোগাযোগ করা যাবে।

পাশাপাশি, নবান্ন প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে, সেই জেলা থেকে কত জন ইউক্রেনে আটকে রয়েছেন তার তালিকা পাঠাতে। সেই তালিকায় উল্লেখ করতে হবে নাম, ইউক্রেনে আটকে থাকার ঠিকানা, পাসপোর্ট নম্বর ও ফোন নম্বর।

Advertisement

সূত্রের খবর, নবান্নের সঙ্গে প্রতিনিয়ত যোগ রয়েছে দিল্লির বিদেশ মন্ত্রকের। বাংলার বাসিন্দারা ইউক্রেন থেকে যাতে নির্বিঘ্নে ফিরতে পারেন, সে জন্য এ বার চালু হয়ে গেল কন্ট্রোল রুম-সহ হেল্পলাইনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement