ফাইল চিত্র।
নোয়াপাড়া থেকে বিমানবন্দর ছুঁয়ে বারাসতগামী মেট্রোপথ নির্মাণের কাজ গত কয়েক মাসে অনেকটাই গতি পেয়েছে। সম্প্রতি ভূগর্ভস্থ বিমানবন্দর মেট্রো স্টেশনের উপরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টায় ৪০ মিটার লম্বা, ৩৭ মিটার চওড়া এবং এক ফুট পুরু ওই ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। প্রায় ১৫০০ ঘনফুট কংক্রিটের ওই ছাদ নির্মাণ প্রযুক্তিগত ভাবে যথেষ্ট চ্যালেঞ্জের কাজ ছিল বলে দাবি মেট্রো কর্তাদের।
নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রোপথ নির্মাণের কাজ ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে। বিমানবন্দরে ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় যশোর রোডের নীচে বর্তমানে সুড়ঙ্গ নির্মাণের প্রক্রিয়া চলছে। নির্মীয়মাণ ওই মেট্রোপথের একাংশে অতীতে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত লোকাল ট্রেন চলত। ২০১৭ সালে সেই রেলপথ বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে ওই রেলপথের অব্যবহৃত অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছরের শেষেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে। নির্মাণকাজ শেষ হলে তার পরের পর্বে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোপথ চালু হতে পারে বলে মেট্রো সূত্রের খবর।