Ballygunge Station

সোমবার রাত ১০টা থেকে বালিগঞ্জ স্টেশনের কাছের এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে চার দিন

রেল জানিয়েছে, জরুরি ভিত্তিতে একটি লেভেলক্রসিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার— এই চার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে ওই রাস্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ২১:৩৫
Share:

বালিগঞ্জ স্টেশন। —ফাইল চিত্র।

সোমবার থেকে চার দিনের জন্য বন্ধ থাকবে বালিগঞ্জ স্টেশনের কাছে রেলের লেভেলক্রসিং। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

Advertisement

সোমবার পূর্ব রেলের তরফে এ কথা জানানো হয়েছে। রেল জানিয়েছে, জরুরি ভিত্তিতে লেভেলক্রসিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে বালিগঞ্জ স্টেশনের কাছে কাকুলিয়া রোডের উপরে ওই লেভেলক্রসিং।

শিয়ালদহ ডিভিশনে অন্যতম ব্যস্ত স্টেশন বালিগঞ্জ। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলিতে যাওয়ার জন্য রোজ বহু যাত্রীই বালিগঞ্জ স্টেশন ব্যবহার করেন। স্টেশনের কাছে কাকুলিয়া রোডও আংশিক ভাবে বন্ধ থাকবে। লেভেলক্রসিং বন্ধ থাকার ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement