Jadavpur University

ডুবে মৃত্যুতে ফের নজরে যাদবপুরের নিরাপত্তা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ০৭:৪১
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঢিলেঢালা পরিবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রতীকী ছবি।

ক্যাম্পাসের ঝিলে ডুবে এক প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঢিলেঢালা পরিবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

Advertisement

ঝিলে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। ঝিলের সামনে নোটিস বোর্ডে সে কথা লেখাও রয়েছে। ঝিলের চার দিক ঘেরা রয়েছে রেলিং দিয়ে। বুধবার সেই ঝিলেই ডুবে মৃত্যু হয়েছে স্থাপত্যবিদ্যার প্রাক্তন ছাত্র, ২৪ বছরের আসিফ মণ্ডলের। বৃহস্পতিবার পুলিশের তরফেও জানানো হয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই প্রাক্তন ছাত্রের। এর পরেই ফের প্রশ্ন উঠেছে যাদবপুর ক্যাম্পাসের ঢিলেঢালা পরিবেশ নিয়ে।

উল্লেখ্য, বহু দিন ধরেই এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধ যাতায়াত রয়েছে বহিরাগতদের। গত মঙ্গল ও বুধবার, দোল ও হোলি উপলক্ষে পড়ুয়া ছাড়াও বহু সংখ্যক বহিরাগত ক্যাম্পাসে এসেছিলেন। নিরাপত্তারক্ষীদের বক্তব্য, গোটা ক্যাম্পাস জুড়ে এই দু'দিন ছড়িয়ে ছিল অজস্র মদের বোতল। অথচ, গত ডিসেম্বর মাসেই ক্যাম্পাসে মদ এবং মাদক সেবন কঠোর ভাবে নিষিদ্ধ করা-সহ তিনটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ (ফেটসু) ‘অগণতান্ত্রিক’ ভাবে ওই বিজ্ঞপ্তি জারির বিরুদ্ধে বিক্ষোভ দেখালে তা প্রত্যাহার করেন তাঁরা। ফেটসু-র বক্তব্য ছিল, সকলের সঙ্গে আলোচনা না করেই অগণতান্ত্রিক ভাবে ওই বিজ্ঞপ্তি জারি করেছেন কর্তৃপক্ষ।

Advertisement

এ দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়কেই মদ-গাঁজা খাওয়ার মুক্তাঞ্চল বানিয়ে ফেললে আগামী দিনে শিক্ষক, গবেষক, ছাত্রদের হেনস্থা এবং এই ধরনের দুঃখজনক ঘটনা আরও ঘটতে পারে। পড়ুয়াদের বোঝা উচিত, যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এগুলি সমর্থন করে, আদতে তারা বিশ্ববিদ্যালয়ের সকলের ক্ষতি করছে।’’ ফেটসু-র বিদায়ী চেয়ারম্যান অরিত্র মজুমদারের অবশ্য বক্তব্য, ‘‘আসিফের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটিও অনভিপ্রেত। এর সঙ্গে ক্যাম্পাসের পরিবেশের বিষয়টিকে গুলিয়ে দিলে চলবে না।’’ তাঁর আরও বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে কোনও চাপিয়ে দেওয়া নজরদারির তাঁরা বিরোধী। বিশ্ববিদ্যালয়ের সব পক্ষ ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে সচেতনতা গড়ে তুলবে, সেটাই কাম্য। সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শীঘ্রই বৈঠক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement