প্রতীকী ছবি
নির্মাণ নকশার (বিল্ডিং প্ল্যান) পুর অনুমোদন না-থাকলে রেজিস্ট্রেশন করানো যাবে না বহুতলের কোনও ফ্ল্যাটের। নতুন এই আইন তৈরি করতে পুরসভা প্রস্তাব পাঠাবে রাজ্য সরকারের কাছে। শনিবার এ কথা জানিয়েছেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
এ দিন ‘টক টু কর্পোরেশন’ অনুষ্ঠানে রাজডাঙার এক বাসিন্দা অভিযোগ জানান, যত্রতত্র বেআইনি নির্মাণ হচ্ছে। অনেকেই পুর বিধি না-মেনে বহুতল তৈরি করছেন। ফিরহাদ পুরসভার ডিজি (বিল্ডিং)-কে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তাঁর কথায়, ‘‘মানুষ যাতে স্বাস্থ্যসম্মত ভাবে থাকতে পারেন, তার জন্যই নির্মাণের পুর বিধি তৈরি হয়েছে। এই নিয়ম না-মানলে বাসস্থান বাসযোগ্য হয় না। তাই এই প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ তিনি জানান, সিইএসসি-কেও বলে দেওয়া হবে, নকশার অনুমোদন দেখেই যেন সংযোগ দেওয়া হয়।
পুরসভা সূত্রের খবর, বর্তমানে রেজিস্ট্রেশন দফতরে ফ্ল্যাটের রেজিস্ট্রি করার সময়ে নকশার অনুমোদনের নথি দেখা হয় না। শুধুমাত্র বহুতলের কিছু নথিপত্র দেখেই রেজিস্ট্রেশন করা হয়।
এ দিকে, আমপানে পড়ে যাওয়া গাছ সরানো হয়নি বলে এ দিন বিভিন্ন এলাকা থেকে ফোন আসে। চেয়ারম্যান জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।