—প্রতীকী চিত্র।
তিলজলায় প্রোমোটারকে পিটিয়ে খুনের অভিযোগ এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, তোলার টাকা না পেয়ে তাঁকে মারধর করা হয়। গত রবিবার মারধরের পর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই যুবককে। তিলজলার বেসরকারি হাসপাতালে বুধবার তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাদিক খান। তিনি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কাছ থেকে তোলার টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। গত পাঁচ বছর ধরে সেই টাকা দেননি সাদিক।
রবিবার তপসিয়ার পঞ্জাব মিলের কাছে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর এক আত্মীয়ও। তাঁর মাথায় আঘাত লেগেছে। এই ঘটনার পরেই তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তের পরিবারের সদস্যেরা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে তিলজলা থানার পুলিশ।
মৃতের স্ত্রী বলেন, ‘‘অনেক দিন ধরেই ওর কাছে টাকা চাইছিল। পাঁচ বছর ধরে টাকা চাইছিল। ওর কাজও অনেক দিন ধরে বন্ধ আছে। রবিবার ওরা ওকে ফোন করেছিল। গালিগালাজও করে। ওদের সঙ্গে কথা বলতে ও বেরিয়ে গিয়েছিল। আমরা এর ইনসাফ চাইছি।’’
দুষ্কৃতীদের মারে যাঁর আঘাত লেগেছে, তিনি বলেন, ‘‘আমার মাথায় ওরা বন্দুকের বাট দিয়ে মেরেছে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে গেল। আমার কাকাকে চার জন মিলে মারছিল।’’