Covid 19

রাজ্যে ফের করোনায় চিকিৎসকের মৃত্যু, সাগর দত্তের অধ্যক্ষ প্রয়াত

গতকাল রাত থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। হাসিকে রাতেই কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৯:১৫
Share:

হাসি দাশগুপ্ত। নিজস্ব চিত্র

করোনা-আক্রান্ত হয়ে ফের এ রাজ্যের এক চিকিৎসকের মৃত্যু। কোভিড ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা গেলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাসি দাশগুপ্ত। বুধবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজে বছর পঞ্চান্নর হাসির মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গত মঙ্গলবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি নতুন বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাসি। তাঁর আত্মীয়-পরিজনদের দাবি, সে দিন পুরোপুরি সুস্থ ছিলেন তিনি। কিন্তু পরের দিনই আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। সাগর দত্ত হাসপাতালেই কোভিড পরীক্ষা করা হয় হাসির। নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রাথমিক ভাবে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পরে অবশ্য পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে উপযুক্ত পরিমাণে অক্সিজেন রয়েছে।

গতকাল রাতে সুপারস্পেশালিটি পরিষেরার জন্য হাসিকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালেও তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। তবে কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতির অবনতি ঘটে। শ্বাসকষ্ট বাড়তে শুরু করে হাসির। দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Advertisement

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ ঘোষণা মমতার

আরও পড়ুন: দিল্লি বাধা না দিলে ৯ মাস আগেই উদ্বোধন হত সেতুর, বললেন মমতা

হাসির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক কুলদীপ বটব্যাল বলেন, ‘‘ভাবতেই পারছি না উনি নেই। মঙ্গলবারও আমরা একই মঞ্চে উপস্থিত ছিলাম। তখনও তিনি পুরোপুরি সুস্থ সবল। ২ দিন পরেই এমন একটা খবর পাব ভাবতেই পারিনি।’’ কুলদীপ আরও বলেন, ‘‘কোভিডের বিরুদ্ধে আমাদের হাসপাতালের যে ল়ড়াই তাতে তিনি সামনের সারিতে ছিলেন। উনি আমাদের প্রধান সেনাপতি ছিলেন। আমরা আমচকা অভিভাবকহীন হয়ে গেলাম।’’

হাসির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীও। তিনি শোকবার্তায় লিখেছেন, ‘স্বাস্থ্য পরিষেবায় তাঁর অবদান চিরকাল স্মরণে থাকবে। তাঁর মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বড় ক্ষতি। আমি চিকিৎসক হাসি দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement