প্রতীকী ছবি।
সবুজ বাঁচাতে গাছ দত্তক নিলেন থানার পুলিশকর্মীরা। আমপানের জেরে কলকাতায় প্রায় ১৫ হাজার গাছ উপড়ে গিয়েছিল। ইতিমধ্যে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুলিশের আওতায় থাকা সমস্ত থানা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিল। এ বার সেই গাছের পরিচর্যার জন্য গাছ দত্তক নেওয়ার প্রকল্প চালু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা।
পুলিশ সূত্রের খবর, ৫৪ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় প্রায় ৩০০টি গাছ লাগানো হয়েছে। তার মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বাতাবি লেবুর মতো ফলের গাছের সঙ্গে রয়েছে ছাতিম, নিম, মেহগনির চারাও। প্রতিটি গাছের পাশে ফলকে লেখা রয়েছে কোনও পুলিশকর্মী এবং তাঁর সন্তানের নাম। যে গাছের পাশে যাঁর নাম রয়েছে, সেটির দেখভালের দায়িত্ব তাঁরই। থানার ওসি স্বরূপকান্তি পাহাড়ি একটি আম গাছ দত্তক নিয়েছেন তাঁর মেয়ের নামে। তিনি বলেন, ‘‘আমি গাছটির দেখভালের দায়িত্ব নিয়েছি। মেয়েকে যেমন ভালবাসি, তেমন ভাবেই গাছটির পরিচর্যা করব। অন্য পুলিশকর্মীরাও তাঁদের দত্তক নেওয়া গাছের প্রতি একই ভাবে দায়িত্বশীল হবেন।’’ থানার সাব ইনস্পেক্টর সন্দীপ ভট্টাচার্য, মণীশ সিংহ, সোমনাথ বিশ্বাস ও বিশ্বজিৎ মণ্ডলেরা গাছ দত্তক নিতে পেরে আনন্দিত। সোমনাথ বিশ্বাস বলেন, ‘‘গাছ না বাঁচলে সঙ্কটে পড়বে মানবসমাজ। শুধু গাছ বসানো নয়, পরিচর্যার দায়িত্বও নিতে হবে আমাদের।’’
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লালবাজারের এক কর্তা বলেন, ‘‘কলকাতা লেদার কমপ্লেক্স থানা সারা শহরের মডেল হয়ে উঠুক।’’ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, ‘‘ওই থানা আমাদের সকলের অনুপ্রেরণা।’’