বেহালায় ‘মত্ত’ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ। ফাইল চিত্র
কলকাতার বুকে 'মত্ত'দের হাতে আক্রান্ত পুলিশ। বেহালার শকুন্তলা পার্ক এলাকায় নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হন কর্তব্যরত এক সার্জেন্ট। ওই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।
ঘটনাটি শনিবার রাতের। উৎসবের মরসুমে বেআইনি কার্যকলাপ রোধে পর্নশ্রী থানা ও ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড যৌথ ভাবে নাকা চেকিং করছিল। অভিযোগ, এর ফলে ওই এলাকায় যানজট তৈরি হয়। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ কয়েক জন যুবক এসে পুলিশের ওই কাজে আপত্তি তোলেন। তাঁদের দাবি, রাস্তা আটকে তল্লাশির দরুণ প্রবল যানজট তৈরি হয়েছে। এর পরেই ওই ঘটনা গন্ডগোলের চেহারা নেয়। পুলিশের দাবি, মত্ত অবস্থায় থাকা ওই যুবকরা গালাগালি দিতে দিতে তাঁদের উপর চড়াও হন। বাধা দিতে গেলে এক সার্জেন্টকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তার পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় পর্নশী থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুলিশর কাজে বলপূর্বক বাধা দেওয়া অপরাধে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। সরকারি কর্মীকে বাধা দেওয়ায় তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।