—প্রতীকী চিত্র।
কলকাতার এক বিলাসবহুল হোটেল থেকে মাঝরাতে আহত অবস্থায় উদ্ধার করা হল এক রূপান্তরকামী মহিলাকে। বাইপাসের ধারের ওই হোটেল শহরের প্রথম সারির হোটেলগুলির একটি। রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকে পুলিশে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের লবি থেকে উদ্ধার করে তাঁকে।
পুলিশকে ওই রূপান্তরকামী জানিয়েছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতায় রয়েছেন। বাইপাসের ধারের ওই হোটেলে তাঁর স্বামী আদিল শেখ এবং এক বন্ধু ‘টাইগার’-এর সঙ্গে থাকছিলেন তিনি। আদিল গুজরাতের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। টাইগার থাকেন কাশ্মীরের। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী এবং ‘বন্ধু’র হাতেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি।
পুলিশকে ওই মহিলা জানান, উলুবেড়িয়ায় একটি বিয়েতে যোগ দিতে তাঁরা এসেছিলেন ২ মে। তার পর থেকে কলকাতাতেই রয়েছেন। যদিও পুলিশ ওই রূপান্তরকামী মহিলার পরিচয়পত্র যাচাই করলে দেখা যায়, তাঁর ভারতে থাকার সরকারি সমস্ত নথিপত্রই ভুয়ো।
পরে তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজখবর শুরু করলে কলকাতা বিমানবন্দর থেকে ধরা পড়েন দু’জন। পুলিশ এই ঘটনায় দু’টি পৃথক মামলা রুজু করেছে।