Viral Video

প্রেমিকা ঠকিয়েছে, হাতেনাতে ধরে মাঝরাস্তায় উপহার দেওয়া স্কুটি কেড়ে নিলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একটি স্কুটির উপর বসে রয়েছেন তরুণী। তাঁর পথ আটকে দাঁড়িয়ে তরুণ প্রমিক। বার বার তরুণীর কাছে স্কুটির চাবি চাইছেন তিনি। তরুণের অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও তাঁকে ঠকিয়েছেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১১:৫৮
Share:

—প্রতীকী ছবি।

প্রেমিকা ঠকিয়েছেন । লুকিয়ে সম্পর্ক রেখেছেন অন্য এক জনের সঙ্গে। মাঝরাস্তায় হাতেনাতে ধরে ফেললেন তরুণ। শুধু ধরলেনই না, নিজের উপহার দেওয়া স্কুটিও কেড়ে নিলেন রাস্তার মাঝেই। এমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও বয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল ওই ভিডিয়োয় তরুণ-তরুণীকে বাংলায় কথা বলতে দেখা গেলেও ঘটনাটি কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একটি স্কুটির উপর বসে রয়েছেন তরুণী। তাঁর পথ আটকে দাঁড়িয়ে তরুণ প্রমিক। বার বার তরুণীর কাছে স্কুটির চাবি চাইছেন তিনি। তরুণের অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও তাঁকে ঠকিয়েছেন তরুণী। অন্য এক জনের সঙ্গে লুকিয়ে সম্পর্ক রেখেছেন। আর সেই কারণেই তাঁর উপহার দেওয়া স্কুটি ফেরত চান তরুণ। তরুণী দিতে রাজি না হওয়ায় তিনি নিজেই চাবি কেড়ে নেন। রাস্তায় ভিড় জমে যায়। বাইকআরোহী এক যুবক তাঁদের সমস্যা মিটমাট করানোর চেষ্টা করেন। তবে লাভ হয়নি। স্কুটি নিয়ে ওই জায়গা থেকে চলে যান তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োটি বর্তমানে ভাইরাল হলেও ঘটনাটি পুরনো।

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে তরুণের প্রতি সহানুভূতি দেখালেও এ ভাবে মহিলার কাছ থেকে স্কুটি কেড়ে নেওয়ায় তাঁর নিন্দাও করেছেন কেউ কেউ। আবার সরাসরি ওই তরুণের পাশেও দাঁড়িয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement