Ambani Women At NMACC Café Launch

ঝলমলে মিনি ড্রেস থেকে বিশ লাখি ব্যাগ! ক্যাফের উদ্বোধনে কেমন সাজলেন অম্বানীদের মেয়ে-বৌমারা

মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের ভিতরেই কেতাদুরস্ত ‘আর্টস ক্যাফে’র উদ্বোধন ছিল। সেখানে প্রথমে ইশা এলেন একটি গোলাপি রঙের ঝলমলে মিনি ড্রেস পরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩২
Share:

আর্টস ক্যাফের উদ্বোধনে বাঁ দিক থেকে আকাশ অম্বানী, শ্লোকা মেহতা, নীতা অম্বানী, রাধিকা মার্চেন্ট এবং ইশা অম্বানী। ছবি : সংগৃহীত।

বলিউডের তারকাদের সাজগোজ নিয়ে যা আলোচনা হয়, তার চেয়ে কোনও অংশে কম কথা হয় না অম্বানী রমণীদের নিয়ে! ভারতের ধনীশ্রেষ্ঠ মুকেশের স্ত্রী নীতা অম্বানী তো বটেই। তাঁদের দুই বউমা শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট এবং কন্যা ইশা অম্বানী কখন কোথায় কী পোশাক পরে যাচ্ছেন, সে দিকে সর্বদা কড়া নজর থাকে ছবি শিকারিদের। অত্যন্ত দামি পোশাক পরলেও তাঁরা শিরোনামে থাকেন, আবার একই পোশাক দু’বার পরলেও তাঁদের সাজগোজের প্রশংসা হয়। শনিবার সেই অম্বানী পরিবারের মহিলারাই এক যোগে এক সঙ্গে ফ্রেমে ধরা দিলেন একটি ক্যাফের উদ্বোধনে! দেখা গেল সেই উদ্বোধনে শাহরুখ-সহ বলিউডের ‘কেউকেটা’রা উপস্থিত থাকলেও সমস্ত আলো নিজেদের দিকে টেনে নিলেন অম্বানীরাই।

Advertisement

মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের ভিতরেই কেতাদুরস্ত ‘আর্টস ক্যাফে’র উদ্বোধন ছিল। সেখানে প্রথমে ইশা এলেন একটি গোলাপি রঙের ঝলমলে মিনি ড্রেস পরে। অম্বানী পরিবারের বহু ব্যবসার দেখভালের দায়িত্বে রয়েছেন ইশা। তবে সে সব সামলে, দুই যমজ সন্তানের দায়িত্ব পালন করেও ইদানীং মাঝে মধ্যেই মডেলিং করতে দেখা যাচ্ছে মুকেশ কন্যাকে। ইশার সাজগোজের দায়িত্ব নিয়েছিলেন বলিউডের তারকা স্টাইলিস্ট অনইতা শ্রফ আদজানিয়া। ইশার জন্য তিনি বেছে নিয়েছিলেন ডোলসে অ্যান্ড গাবানার বিশেষ ভাবে তৈরি ঝলমলে মিনি ড্রেস। সঙ্গে গোলাপি প্ল্যাটফর্ম হিল এবং হিরের ‘ইয়ার কাফ’। কন্যাকেও নিজের সঙ্গে ম্যাচ করে একই ধরনের পোশাক পরিয়েছিলেন ইশা।

বড় বৌমা শ্লোকা পরেছিলেন মিডি ড্রেস। হাঁটু থেকে কিছু টা নীচে থমকে যাওয়া বড় ঘের দেওয়া উজ্জ্বল কমলা রঙের পোশাক। শ্লোকার পোশাকটির নকশা করেছেন ব্রিটেনের খ্যাতনামা ডিজ়াইনার ব্র্যান্ড অ্যালেক্সান্ডার ম্যাককুইন। শ্লোকার পোশাকের বিশেষত্ব হাতের নকশায়। কাঁধ খোলা জামার ঘের দেওয়া হাতা দু’টি কাঁধ ছাড়িয়ে লুটিয়ে রয়েছে কনুইয়ের উপরে। এর সঙ্গে পায়ে পেস্তা রঙের শিমারি স্টিলেটো পরেছেন শ্লোকা। গলায় পরেছেন একটি মাত্র হিরের লকেট।

Advertisement

আর্টস ক্যাফের উদ্বোধনে অম্বানীদের বড় বৌমা শ্লোকা মেহতা। ছবি: সংগৃহীত।

ছোট বৌমা রাধিকাও পরেছিলেন মিডি ড্রেস। তবে তাঁর পোশাকের শিল্পী ফরাসি বিলাসবহুল সাজগোজের সংস্থা ডিওর। রাধিকার স্টাইলিস্ট ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূরের দিদি রিয়া কপূর। ছবি শিকারিরা বলছেন ডিয়রের কালো রঙের ফুলের নকশাদার ফ্রকে সবার নজর নিজের দিকে কেড়ে নিয়েছেন রাধিকা। ওই ফ্রকের সঙ্গে পায়ে কালো রঙের জিভান্সির স্যুয়েড পাম্প পরেছিলেন রাধিকা। হাতে নিয়েছিলেন হারমেস কেলির একটি ছোট্ট ব্যাগ। যার দাম অন্তত ২০ লক্ষ ৫০ হাজার টাকা।

দুই বৌমা এবং মেয়েকে নিয়ে ক্যাফের উদ্বোধনে ধনকুবের পত্নী নীতা অবশ্য হাজির হয়েছিলেন ‘বস লেডি’ অবতারে। অফহোয়াইট রঙের বড় ফ্রিল দেওয়া শার্টির সঙ্গে কালো ট্রাউজ়ার পরে হাজির হয়েছিলেন তিনি। নীতার গয়না সব সময়েই হয় দেখার মতো। তবে ক্যাফের উদ্বোধনে নীতার সাজে আড়ম্বর ছিল না।শুধু শার্টের স্লিভে সত্যিকারের প্রজাপতির মাপের দু’টি হিরে আর পান্নার কাফলিঙ্ক পরেছিলেন। যা থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

আর্টস ক্যাফের উদ্বোধনে অম্বানী গৃহিনী নীতা অম্বানী। ছবি: সংগৃহীত।

রবিবার থেকেই নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের তিন তলায় আর্টস ক্যাফে খুলে দেওয়া হল জন সাধারণের জন্য। তবে তার আগে শনিবার চোখ ধাঁধানো উদ্বোধন হল তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement