গড়িয়াহাট থানা। — ফাইল ছবি।
মহিলা ক্যাবচালককে হেনস্থার অভিযোগে অস্ট্রেলীয় এক নাগরিককে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ। মঙ্গলবার ওই মহিলা চালককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের উপর ভিত্তি করে সৌরভ সিন্হা নামের ৪৩ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়।
অভিযোগ, গত মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে গড়িয়াহাটের একটি হোটেলে যাওয়ার জন্য অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করেন সৌরভ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা অভিযোগ করেছেন, যাত্রাপথে বেশ কয়েক বার সৌরভ তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেন। চালক বারণ করলে তিনি ক্ষমা চেয়ে নেন। দুপুর ১২টা ৪০ নাগাদ ওই ব্যক্তিকে গন্তব্যে নামিয়ে দেন চালক। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। মহিলার আরও অভিযোগ, এর পর থেকে সৌরভ তাঁকে বার বার মোবাইলে বার্তা পাঠিয়ে দেখা করতে চান। কাজ শেষে রাতে যেন তাঁর সঙ্গে হোটেলে এসে মহিলা দেখা করেন, সে কথাও বলেন। এ ছাড়া একাধিক আপত্তিকর বার্তাও সৌরভ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। সে দিন রাতেই গড়িয়াহাট থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা ক্যাব চালক। তার পর পুলিশ গিয়ে সৌরভকে গ্রেফতার করে। পুলিশ সৌরভের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে খবর, ৪৩ বছরের সৌরভের জন্ম লখনউতে। ২০১৬ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক (ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া)। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হয়।