গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
পুলিশের তরফে বার বার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফিরছে না বাসযাত্রীদের। এ বার চলন্ত বাসের বাইরে মাথা বার করতে গিয়ে এক যাত্রীর মৃত্যু হল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দ্রুতগতিতে একবালপুরের দিকে বাসটি যাচ্ছিল। সেই সময় এক যাত্রীর মাথায় রাস্তার একটি ল্যাম্প পোস্টে ধাক্কা লাগে। গুরুতর আঘাত লাগায় ওই যাত্রীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জানে আলম মিদ্যা (৬০)। তাঁর বাড়ি মহেশতলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ ২৫৯ রুটের বাসে দুর্ঘটনাটি ঘটে। বাসটি আক্রা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। বাসের যাত্রীরা পুলিশকে জানিয়েছেন, জানে আলম জানলার ধারে বসেছিলেন। আচমকাই তিনি মাথা বার করায় রাস্তার পাশে থাকা একটি ল্যাম্প পোস্টে ধাক্কা লাগে। রাস্তায় কর্মরত পুলিশ কর্মীদের তৎপরতায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাথার গুরুতর আঘাত লাগায় তাঁকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: ‘মা’ থেকে পড়ে মৃত্যু দুই যুবকের
আরও পড়ুন: দুপুরে কাজে পানশালায়, রাতে দেহ উদ্ধার কর্মীর
যাত্রীদের একাংশের দাবি, চালক বেপরোয়া ভাবে বাস চালাচ্ছিলেন। একবালপুরের কাছে অন্য একটি বাসকে
ওভারটেক করতে যাওয়ার সময় ল্যাম্প পোস্টে ধাক্কা মারেন।
ইতিমধ্যেই বাসের চালককে গ্রেফতার করে ঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
টালিগঞ্জের করুণাময়ীতে ঠিক একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল। বাসের পাদানিতে দাঁড়িয়ে ঝুলে যেতে গিয়ে এক যাত্রীর কনুই থেকে হাতের একাংশ বাদ দিয়েছিল। এর পরে ফের একই ঘটনা ঘটে টালিগঞ্জ ট্রাম ডিপোতে। হাতে আঘাত লাগে। পরে গড়িয়াহাটে দুই বাসের রেষারেষির সময় যাত্রীর দুই কান ছিঁড়ে যায়। বুড়ো আঙুলেও আঘাত পাননি। ওই যাত্রীও বাসের পাদানিতে ঝুলে যাচ্ছিলেন। এই সব ঘটনার পর মধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বাস যাত্রীদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি বদলাচ্ছে না। একাংশের যাত্রীরা ঝুঁকি নিয়ে যাত্রা বাসে চড়ছেন।