পূরবী সিনেমা হলের কাছে দুর্ঘটনা। নিজস্ব ছবি।
কলকাতার পূরবী সিনেমাহলের কাছে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দমকলের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। গিয়েছেন কলকাতার সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার।
দমকল সূত্রে খবর, বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়েই বিপত্তি ঘটেছে। বাড়ির ভিতরে পাঁচ জন আটকে পড়েছিলেন বলে জানান ওই বাড়িরই বাসিন্দা স্মৃতি দাস। তিনি বলেন, ‘‘আমরা পাঁচ জন উপরে আটকে পড়েছিলাম। ভাই নীচে। তিন তলার সিঁড়ি ধসে পড়েছে। ভেঙে পড়ার পরেই এলাকার এক নেতাকে ফোন করেছিলাম। উনি এসেই সব ব্যবস্থা করেছেন।’’
প্রসঙ্গত, দিন দশেক আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপরে থাকা বৌবাজার বাজারের দোতলার ঝুলবারান্দার একাংশ ভেঙে পড়েছিল। যদিও সেই ঘটনায় কেউই হতাহত হননি। তবে ব্যস্ত সময়ে আচমকাই বাড়ির অংশ ভেঙে পড়ায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই একই ঘটনারই পুনরাবৃত্তি দেখা মহত্মা গান্ধী রোডের উপর পূরবী সিনেমাহলের কাছে।