Building Collapse

গার্ডেনরিচ ক্ষতের মধ্যেই এ বার বিরাটিকাণ্ড! নির্মীয়মাণ বাড়ির অংশ মাথায় পড়ে মৃত্যু পাশের বাড়ির মহিলার

স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট পড়ে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ২৩:১৩
Share:

বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ গেল এক মহিলার। —নিজস্ব চিত্র।

গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা নিয়ে বিতর্ক অব্যাহত রাজ্য জুড়ে। সেই আবহে এ বার উত্তর ২৪ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ির অংশ মাথায় পড়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার।

Advertisement

শনিবার রাতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট পড়ে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল বলেন, ‘‘বিল্ডিং ভাঙেনি। বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে মারা গিয়েছেন ওই মহিলা।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়িটির নীচেই দাঁড়িয়েছিলেন ওই মহিলায়। সেই আচমকাই বাড়ির ইট খসে পড়ে তাঁর মাথায়। মৃতার স্বামী সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার স্ত্রী ফোনে কথা বলছিল। সেই সময় ইট ভেঙে পড়েছে। আমি আইনি পদক্ষেপ করব। আর যেন কারও এ রকম ক্ষতি না হয়ে যায়।’’ মৃতার স্বামীর দাবি, বেআইনি ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল। তাঁর প্রশ্ন, ৮-১০ ফুটের রাস্তার পাশে কী ভাবে চার তলা বাড়ি তৈরি হয়? তাঁর কথায়, ‘‘যে ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল, তাতে আমার বাড়িতেও ধস নেমেছে।’’

পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ছাদের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। নির্মীয়মাণ বাড়িটিতে ১৮ জন কাজ করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। অভিযোগ পেলে সেই মতো তদন্ত এগোবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement