Gold Smuggling

ব্যাগে ৩৮ লক্ষ টাকার সোনা, মেট্রো স্টেশনে পাকড়াও যাত্রী

ভোটের মুখে পাতাল পথে নিরাপত্তা আঁটসাঁটো করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য বিশেষ নজরদারিও চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ২১:০২
Share:

রবীন্দ্র সদন মেট্রো স্ট্রেশনে ৩৮ লক্ষ টাকার গয়না উদ্ধার। নিজস্ব চিত্র

রবীন্দ্র সদন মেট্রো স্ট্রেশনে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৩৮ লক্ষ টাকার হিসাব-বহির্ভূত সোনার গয়না উদ্ধার করা হল। বুধবার বিকেল চারটে নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে ওই যাত্রীকে আটক করে আরপিএফ। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।

Advertisement

মেট্রো সূত্রে খবর, ওই যাত্রী এত টাকা মূল্যের সোনার গয়নার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদেও তাঁর থেকে যথাযথ উত্তর মেলেনি। এর পরই ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তদন্তকারী অফিসার ঘটনাস্থলে পৌঁছন। সোনা-সহ ওই যাত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি কোথা থেকে এত টাকা মূল্যের সোনা নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা চলছে। ভোটের মুখে পাতাল পথে নিরাপত্তা আঁটসাঁটো করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য বিশেষ নজরদারিও চলেছে। তা ছাড়াও করোনা কালে সংক্রমণ রুখতে মাস্ক মাধ্যতামূলক করা হয়েছে কলকাতা মেট্রোয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement