Kolkata

Kolkata: মর্মান্তিক! উল্টোডাঙায় রেললাইনের ধারে রেলিঙে মাথা আটকে মৃত্যু হল শিশুর

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খেলতে খেলতে রেললাইন সংলগ্ন লোহার রডের রেলিঙে মাথা আটকে যায় শিশুটির। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

উল্টোডাঙায় মর্মান্তিক ভাবে এক শিশুর মৃত্যু ঘটল। বুধবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির কাছে একটি লোহার রডের রেলিঙে মাথা আটকে যায় শিশুটির। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, বুধবার দুপুরে উল্টোডাঙায় বাসন্তী কলোনি এলাকায় রেললাইনের ধারে খেলছিল প্রথম শ্রেণির এক ছাত্র। খেলতে খেলতেই রেললাইন সংলগ্ন লোহার রডের রেলিঙে তার মাথা আটকে যায়। কিছু ক্ষণ পর শিশুটির মা দেখেন, তাঁর ছেলে দুটো লোহার রডের মধ্যে আটকে রয়েছে। স্থানীয়দের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

ময়নাতদন্তের রিপোর্ট এলেই শিশুটির মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement