East West Metro

ট্রেনের সংখ্যা কমছে ইস্ট-ওয়েস্টে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৯
Share:

—ফাইল চিত্র।

যাত্রী কম হওয়ায় আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা কমছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। প্রতি ২০ মিনিট অন্তরের পরিবর্তে ওই দিন থেকে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলবে। এর আগে দিনে ৭২টি ট্রেন চললেও সোমবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দিনে
৪৮টি ট্রেন চলবে বলে খবর। ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতে শুরু করার পরে প্রথম দিকে যাত্রী সংখ্যা ট্রেনপিছু এক জনের সামান্য বেশি ছিল। সোম ও মঙ্গলবারে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৮৩ এবং ৯৯। গত দু’দিনে সেই সংখ্যা কিছুটা বেড়েছে। তবে তা এখনও যথেষ্ট কম বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement