—ফাইল চিত্র।
যাত্রী কম হওয়ায় আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা কমছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। প্রতি ২০ মিনিট অন্তরের পরিবর্তে ওই দিন থেকে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলবে। এর আগে দিনে ৭২টি ট্রেন চললেও সোমবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দিনে
৪৮টি ট্রেন চলবে বলে খবর। ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতে শুরু করার পরে প্রথম দিকে যাত্রী সংখ্যা ট্রেনপিছু এক জনের সামান্য বেশি ছিল। সোম ও মঙ্গলবারে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৮৩ এবং ৯৯। গত দু’দিনে সেই সংখ্যা কিছুটা বেড়েছে। তবে তা এখনও যথেষ্ট কম বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।