Coronavirus

সহকর্মী আক্রান্ত, তবু ‘পরীক্ষা হয়নি’ দমকলের কর্মীদের

দমকলের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ, ছুটি নিলে তাঁদের বেতন কাটা যাবে। এর জন্য তাঁরা অফিসে আসতে বাধ্য হচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৫:১৮
Share:

প্রতীকী ছবি।

এক দমকল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন দিন চারেক আগে। অভিযোগ, তাঁর সংস্পর্শে আসা অন্য কর্মীদের করোনা পরীক্ষা না করিয়েই দিনের পর দিন ডিউটি করানো হচ্ছে।

Advertisement

চিত্তরঞ্জন অ্যাভিনিউ দমকল কেন্দ্রে রয়েছে উত্তর কলকাতার ডিভিশন অফিসের কন্ট্রোল রুম। সেখানকার এক কর্মী, লেক টাউনের বাসিন্দা এক যুবকের গত ২৭ অগস্ট করোনা ধরা পড়ে। পরে তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত হন। ওই কন্ট্রোল রুমের কর্মীদের অধিকাংশই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ, লেক টাউনের ওই যুবক আক্রান্ত হওয়ার পরেও বাকি কর্মীদের কোনও রকম পরীক্ষা না করেই ডিউটি করানো হচ্ছে। কিন্তু অভিযোগ, ওই যুবক আক্রান্ত হয়েছেন, সেই খবর পাওয়ার পরেই ওই কন্ট্রোল অফিসে কর্তব্যরত স্থায়ী কর্মীরা ছুটিতে চলে গিয়েছেন।

দমকলের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ, ছুটি নিলে তাঁদের বেতন কাটা যাবে। এর জন্য তাঁরা অফিসে আসতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্থায়ী কর্মীর অভিযোগ, ‘‘গত ২৫ অগস্ট করোনা আক্রান্ত ওই কর্মী শেষ বার অফিসে এসেছিলেন। ওই দিন আমরা বেশ কয়েক জন ওঁর সরাসরি সংস্পর্শে আসি। অথচ কর্তৃপক্ষ আমাদের দিয়ে তার পরেও ডিউটি করিয়ে যাচ্ছেন।’’

Advertisement

এ প্রসঙ্গে দমকলের উত্তর কলকাতার ডিভিশনাল অফিসার অসীম সরকার বলেন, ‘‘সরকারি নিয়ম মেনেই করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কর্মীদের পরীক্ষা এবং কোয়রান্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ওই কন্ট্রোল অফিসের ক্ষেত্রেও ওই নিয়ম যাতে কার্যকর করা হয়, সে বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement