বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নয়া কোর্স

কেন্দ্রের স্বচ্ছ ভারত প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই ধরনের কোর্সের চিন্তা-ভাবনা শুরু করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ওই দফতরের সহযোগিতায় কোর্সটির পাঠ্যক্রম তৈরি করেছে ‌মহাত্মা গাঁধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন (এমজিএনসিআরই)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ০২:৫১
Share:

—ফাইল চিত্র

শুধু বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্রকল্প গ্রহণ করলেই হবে না। বরং কী ভাবে বর্জ্য সংগ্রহ করে তা পুনরায় ব্যবহারযোগ্য করতে হবে, তার জন্য প্রশিক্ষিত কর্মীরও প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই এ বার ‘বর্জ্য ব্যবস্থাপনা ও সামাজিক শিল্পোদ্যোগ’ বিষয়ে এমবিএ কোর্স চালু করল শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

কেন্দ্রের স্বচ্ছ ভারত প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই ধরনের কোর্সের চিন্তা-ভাবনা শুরু করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ওই দফতরের সহযোগিতায় কোর্সটির পাঠ্যক্রম তৈরি করেছে ‌মহাত্মা গাঁধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন (এমজিএনসিআরই)। এমজিএনসিআরই-এর চেয়ারম্যান ডব্লুউ জি প্রসন্ন কুমার বলেন, ‘‘কোনও জায়গা থেকে বর্জ্য

সংগ্রহ করতে কী ব্যবস্থা নেওয়া দরকার, কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তার জন্য প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন। এমনকি, বর্জ্য সংগ্রহের পরে সে সব পুনরায় ব্যবহার করার জন্যও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এই কোর্সের ফলে এক দিকে পরিবেশ যেমন পরিচ্ছন্ন রাখা যাবে, তেমনই যুব সমাজের সামনে চাকরি, ব্যবসারও নতুন পথ খুলবে।’’এমজিএনসিআরই সূত্রে জানা গিয়েছে, সারা দেশে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ওই কোর্স চালু করছে। পশ্চিমবঙ্গে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)-সহ আরও দু’টি কলেজে ‘বর্জ্য ব্যবস্থাপনা ও সামাজিক শিল্পোদ্যোগ’ পাঠক্রমটি চালু হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement