বেহাল: আদিগঙ্গার জলে জমে আছে আবর্জনা। ফাইল চিত্র
আদিগঙ্গা সংস্কারের জন্য রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার তরফ থেকে যে ‘অ্যাকশন প্ল্যান’ জমা দেওয়া হয়েছে, তাতে অসন্তোষ প্রকাশ করল জাতীয় পরিবেশ আদালত। আদিগঙ্গা সংস্কারে জমা দেওয়া পরিকল্পনাকে আদালত ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। এমনিতে আদিগঙ্গার দু’ধারে বেআইনি দখলদারদের তুলতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছিল আদালত। তবে চার বছর পেরিয়ে গেলেও সংস্কারের জন্য উল্লেখযোগ্য কাজ হয়নি বলে জানাচ্ছে আদালত।। এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
এ দিকে বুধবারই আদিগঙ্গা সংস্কার নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পুর কর্তৃপক্ষ। দখলদারদের সরানোর কাজ যে এখনও হয়নি, তা পরোক্ষে স্বীকার করে নিচ্ছেন কর্তৃপক্ষ। পুরসভার আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরিবেশ আদালতের নির্দেশ মানবই। কিন্তু দখলদারদের সরানোটা সময়সাপেক্ষ ব্যাপার। কোথায় দখলদারদের সরানো সম্ভব, আর কোথায় তা সম্ভব নয়, সেই বিষয়টি আমরা আদালতকে জানাব।’’
২০১৫ সাল থেকেই আদিগঙ্গা মামলার শুনানি চলছে। এর মধ্যে আদিগঙ্গা সংস্কারের জন্য নানা সময়ে বিভিন্ন নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। তার বেশির ভাগই পালন করা হয়নি বলে জানাচ্ছেন পরিবেশকর্মীরা। উপরন্তু দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে বলে জানাচ্ছেন তাঁরা। এই মামলায় আদালতবান্ধব হিসেবে নিযুক্ত রয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর কথায়, ‘‘আগে আদিগঙ্গার দু’ধারে দখলদারদের চিহ্নিতকরণ ঠিক মতো করতে হবে। তার পরে উচ্ছেদের প্রশ্ন। চিহ্নিতকরণই ঠিক ভাবে হয়নি।’’