ভিডিয়ো বার্তার শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, কোনও রাজনৈতিক দলের সদস্য হিসাবে নয়, ব্যক্তি হিসাবে তার এই বার্তা। বার্তায় তিনি বলেন, ‘‘সায়রা যেহেতু আমার ভাইয়ের মেয়ে, তাই খুব ছোট থেকে আমি তাঁকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেদনশীল মানুষ।’’
ভাইঝি সায়রা শাহ হালিমের হয়ে প্রচারে ভিডিয়ো বার্তা দিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ফাইল ছবি
বালিগঞ্জ উপনির্বাচনে বাম প্রার্থী তথা ভাইঝি সায়রা শাহ হালিমের হয়ে প্রচারে ভিডিয়ো বার্তা দিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। দিন কয়েক আগেই তাঁর স্ত্রী রত্না পাঠক শাহও এক ভিডিয়ো বার্তায় সায়রা হয়ে প্রচার করেছেন। এ বার ভাইঝির সমর্থনে প্রচার করলেন কাকা নাসিরউদ্দিন।
ভিডিয়ো বার্তার শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, কোনও রাজনৈতিক দলের সদস্য হিসাবে নয়, ব্যক্তি হিসাবে তার এই বার্তা। বার্তায় তিনি বলেন, ‘‘সায়রা যেহেতু আমার ভাইয়ের মেয়ে, তাই খুব ছোট থেকে আমি তাঁকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেদনশীল মানুষ।’’
প্রসঙ্গক্রমে তিনি সায়রার স্বামী ফুয়াদ হালিম পরিচালিত ডায়ালিসিস ক্লিনিকের উল্লেখ করে বলেন, ‘‘ওঁরা দু’জনের দরিদ্র মানুষের জন্য একটি ডায়ালিসিস ক্লিনিক চালাচ্ছেন। সর্বদাই ওঁরা দরিদ্র এবং খেটে খাওয়াা মানুষের পাশে।’’
বার্তার শেষে তিনি বলেন, ‘‘বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট, তাঁরা কাকে বেছে নেবেন। যিনি মানুষের হয়ে কাজ করবেন এমন এক জনকে, নাকি রং বদলানো সুযোগসন্ধানী, সমাজে বিদ্বেষ ছড়ায় এমন কাউকে।’’
এর আগে এক ভিডিয়ো বার্তায় নাসির পত্নী রত্না পাঠক শাহও সায়রার পক্ষে ভোট দেওয়ার কথা বলেন। তাঁর প্রচারেও উঠে আসে বিভাজনের রাজনীতির প্রসঙ্গ।
প্রসঙ্গত, আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভিডিয়ো বার্তা দেন মিঠুন চক্রবর্তী।