tmc

দাবি পূরণ না হওয়ায় শ্রমমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ কলকাতায়

সংগঠনটি দীর্ঘদিন ধরে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছে। সংগঠনের নেতাদের ধারণা ছিল, ৪ মন্ত্রীর উপস্থিতিতে কিছু দাবি অন্তত মেনে নেবে সরকারপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯
Share:

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিক্ষোভ

দাবি পূরণ না হওয়ায় শ্রমমন্ত্রী মলয় ঘটককে ঘিরে বিক্ষোভ দেখাল অসংগঠিত ঠিকা কর্মী সংগঠন ‘সারা বাংলা সেল্ফ এমপ্লয়মেন্ট লেবার আর্গানাইজেশন’-এর সদস্যরা। সোমবার এই ঘটনার জেরে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ থাকে দীর্ঘক্ষণ। ইন্ডোর স্টেডিয়ামে ছিল এই অসংগঠিত কর্মী সংগঠনের সমাবেশ।

Advertisement

সভায় শ্রমমন্ত্রী ছাড়াও ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। সংগঠনটি দীর্ঘদিন ধরে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছে। সংগঠনের নেতাদের ধারণা ছিল, ৪ মন্ত্রীর উপস্থিতিতে কিছু দাবি অন্তত মেনে নেবে সরকারপক্ষ।

কিন্তু সভা শেষের আগেই অসংগঠিত কর্মীরা বুঝে যান, তাঁদের একটি দাবিও পূরণ করেনি সরকার। সঙ্গে সঙ্গেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সভাস্থল ছাড়ার সময় শ্রমমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের তেজ বাড়ে। পুলিশ দ্রুত ক্ষোভের মুখ থেকে মন্ত্রীকে বের করে নিয়ে যান। পরে উত্তেজিত সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ অবরোধ করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের ক্ষুদিরাম বসু সরণি।

Advertisement

আরও পড়ুন: মিছিল, সমাবেশ নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ থানাকে

আরও পড়ুন: অভিষিক্তা মোড়ে মেট্রোর স্তম্ভ নির্মাণে যানজটের শঙ্কা

সংগঠনের অন্যতম সদস্য মুকুল পাত্র বলেন, ‘‘রাজ্য সরকার আমাদের কোনও দাবি মানেনি। তারপরও মন্ত্রী মলয়বাবু আমাদের বলছেন, ‘আপনাদের জন্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছি।’ মুখ্যমন্ত্রী তো রাজ্যের সব মানুষের জন্যই এই প্রকল্প ঘোষণা করেছেন। আমাদের জন্য পৃথক কোনও বন্দোবস্ত করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement