Corona

রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এল মেডিকা, বাড়ানো হল শয্যা

বেসরকারি হাসপাতালটির তরফে জানানো হয়েছে, তাদের মুকুন্দপুর শাখায় ৩৩০টি শয্যা রয়েছে কোভিড রোগীদের জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৭:০১
Share:

—নিজস্ব চিত্র।

রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এল বেসরকারি হাসপাতাল মেডিকা। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ করছে ওই বেসরকারি হাসপাতালটি।

Advertisement

বেসরকারি হাসপাতালটির তরফে জানানো হয়েছে, তাদের মুকুন্দপুর শাখায় ৩৩০টি শয্যা রয়েছে কোভিড রোগীদের জন্য। সম্প্রতি খুব কম সময়ের মধ্যে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। তাতে ২০০ শয্যা তৈরিতে সহায়তা করেছে মেডিকা।

এ ছাড়া কলকাতা পুলিশ হাসপাতালে ৩০০টি শয্যা তৈরিতে সহায়তা করছে মেডিকা। এমনটাই দাবি করা হয়েছে হাসপাতালের তরফে। প্রিয়া সিনেমা হলে টিকাকরণ কেন্দ্র তৈরিতেও বেসরকারি সংস্থাটি সাহায্য করছে বলে জানানো হয়েছে। দৈনিক এক হাজার জনকে টিকাকরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement