weather

৯০ কিলোমিটার বেগে ঝড় বইল কলকাতায়, কোন কোন রাস্তায় গাছ পড়ল জেনে নিন

পুরসভা সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে কালবৈশাখীর দাপটে অনেক রাস্তায় ভেঙে পড়ে গাছ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:৪৯
Share:

আলিপুরে জাতীয় গ্রন্থাগারের কাছেও গাছ উপড়ে পড়েছে। —নিজস্ব চিত্র।

প্রাক্‌-বর্ষার আগে কালবৈশাখীর ঝড়ে বিপত্তি কলকাতায়। শনিবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইল শহরে। এর জেরে বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে বহু গাছের ডালপালাও। আলিপুরে গাছ পড়ে আহত হয়েছেন এক যুবক।

শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গাছ। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলিপুরে গাছ পড়ে আহত এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

শনিবার বিকেলের ঝড়ে আলিপুরে জাতীয় গ্রন্থাগারের কাছে বেলভেডিয়ার রোড, কুইন্স পার্কের কাছে এ টি চৌধুরী এভিনিউ, লেক গার্ডেন্স উড়ালপুলের কাছে বোরোজ রোড, এসপ্ল্যানেড রো, লাউডন স্ট্রিট, টালিগঞ্জ রোড মোড়ের কাছে আর বি অ্যাভিনিউ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে হাসপাতাল রোড, হেয়ার স্ট্রিটের কাছে স্ট্র্যান্ড রোডের মতো জায়গায় একাধিক গাছ উপড়ে পড়েছে।

ঝড়ের দাপটে গাছ ভেঙে বহু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। পুরসভার ট্র্যাফিক বিভাগের কর্মীদের পাশাপাশি গাছ সরানোর কাজে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement