weather

Thunder squall: কলকাতা-সহ বেশ কিছু জেলায় প্রবল ঝড়বৃষ্টি, রবিবারও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:০৪
Share:

ফাইল ছবি।

শনিবার বিকেলে কালবৈশাখীর দাপটে ভিজল কলকাতা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বিকেল থেকেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে রাজপথে ব্যাপক যানজট। বিঘ্নিত হয়েছে মেট্রো চলাচলও।

জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। শুধু কলকাতা ও শহরতলিই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। হাওয়ার দাপটে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

Advertisement

রবিবারও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement