Crime

কলকাতায় আবার অস্ত্র উদ্ধার, ৪টি আগ্নেয়াস্ত্র- সহ ধৃত ১, বাজেয়াপ্ত নগদ টাকাও

শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে ৩টি সেমি অটোমেটিক পিস্তল ও একটি দেশি পিস্তল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৩:৫৭
Share:

উদ্ধার হওয়া অস্ত্র ও নগদ টাকা। নিজস্ব চিত্র।

কলকাতায় আবার অস্ত্র উদ্ধার করা হল। শুক্রবার সকালে এপিসি রোড এলাকায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তিকে শুক্রবার আদালতে হাজির করানো হবে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জয় চৌধুরী। শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে ৩টি সেমি অটোমেটিক পিস্তল ও একটি দেশি পিস্তল।

Advertisement

প্রসঙ্গত, গত মাসেই কলকাতা থেকে কার্বাইন উদ্ধার করা হয়েছিল। উত্তর কলকাতার সিঁথির মোড় এলাকায় কার্বাইন-সহ চার জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। কার্বাইন ছাড়াও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর জাল নোট উদ্ধার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গোপন সূত্রে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল চার জনকে। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই কলকাতায় আবার অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement